ঢাকাশনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীর প্রধান সড়কে যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ।

admin
জানুয়ারি ২৮, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীর প্রধান সড়কে
যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ।

মোহাম্মদ জামশেদুল ইসলাম চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী-প্রধান সড়কটি প্রতিনিয়ত যানজটের কবলে পড়ছে, যা সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কাঁচা বাজার বসানো, অবৈধ যানবাহনের পার্কিং এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এই সড়কটিতে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে পরীক্ষার্থী ও কর্মজীবীরা সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, যা তাদের মানসিক ও শারীরিক কষ্ট বাড়িয়ে দিচ্ছে।

বাঁশখালীর পুকুরিয়া থেকে পুঁইছড়ি-প্রেমবাজার পর্যন্ত প্রধান সড়কের ওপর ১২-১৩টি কাঁচা বাজার বসানো হয়, যা যানজটের অন্যতম প্রধান কারণ। বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পুকুরিয়া বাজার, বাণীগ্রাম বাজার, সাহেবের হাট, গুনাগরী বাজার, রামদাশ মুন্সির হাট, কালীপুর সদর আমিন হাট, বৈলছড়ি বাজার, চেচুরিয়া বাজার, মিয়ার বাজার, জলদী বাজার, টাইম বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার এবং প্রেমবাজার। এসব বাজারে প্রতিনিয়ত রাস্তার ওপর দোকানপাট বসানোর পাশাপাশি দোকানিদের মালামাল রাখা হয়, যা সড়কের কার্যক্ষমতা আরও কমিয়ে দেয়। এ ছাড়া প্রধান সড়কের দুই পাশে বাস, সিএনজি, রিকশা স্টেশন এবং অন্যান্য যানবাহনের অনিয়ন্ত্রিত অবস্থানও যানজট বৃদ্ধির বড় কারণ।

যানজট নিরসনের জন্য বিভিন্ন সময় উপজেলা প্রশাসন কিছু উদ্যোগ নিলেও সেগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত মনিটরিং না করায় যানজট পরিস্থিতি দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। এতে সাধারণ জনগণ, যাত্রী এবং শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগে পড়ছে।

এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে
“সেভ দ্য রোড” বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মো. মিনহাজ জানিয়েছেন, যানজট নিরসনে সেভ দ্য রোড এর পক্ষে থেকে অসংখ্য কাজ করেছে ।
তবে, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর না থাকায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা না রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্ধারিত স্থানে যানবাহনের পার্কিং ব্যবস্থা করা এবং নিয়মিত ট্রাফিক মনিটরিংয়ের প্রয়োজন। জনগণের ভোগান্তি দূর করতে এ বিষয়ে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

মিনহাজ উদ্দীন আর বলেন
অতিরিক্ত যানজটের মূল কারণ বিশেষ করে গুনাগরী বাজার এবং রামদাশ মুন্সির হাট এলাকাগুলোতে যানজট চরম আকার ধারণ করছে। এসব এলাকায় প্রধান সড়কের ওপর অবৈধ সিএনজি স্টেশন গড়ে উঠেছে, এবং মালবাহী ট্রাকগুলো সবসময় দাঁড়িয়ে থাকে মালামাল উঠানামা করে যা যান চলাচলে বড় বাধা সৃষ্টি করছে। এছাড়া রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম চালানো হচ্ছে, যা পথচারীদের চলাচলে অসুবিধা তৈরি করছে।

তিনি আরও বলেন, ফুটপাত দখল হওয়ার কারণে পথচারীরা মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন, ফলে সড়কে চলাচলকারী যানবাহনের গতি ধীর হয়ে যায় এবং যানজট দীর্ঘায়িত হয়। পাশাপাশি সিএনজি ও অন্যান্য যানবাহনের যত্রতত্র দাঁড়ানো এবং সড়কের পাশে পণ্যসামগ্রী রাখা যানবাহনগুলোর গতিবেগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।