নগরকান্দায় প্রবাসী সিক্স সাইট ক্রিকেট ট্রুনামেন্ট ২০২৫অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা ফরিদপুর সংবাদদাতাঃ
ফরিদপুরের নগরকান্দায় এক দিনের সিক্স সাইট নক আউট প্রবাসী ক্রিকেট ট্রুনামেন্ট ২০২৫অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ফেব্রুয়ারি সকাল নয়টায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর দাখিল মাদ্রাসা মাঠে আইনপুর যুব সংঘের উদ্যোগে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার ১২টি ক্রিকেট দল এ ট্রুনামেন্টে অংশ নেয়।
অনুষ্ঠিত ট্রুনামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের বার,বার নির্বাচিত সফল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার সওকত আলী,মশিউর রহমান যুগ্ন-আহবায়ক উপজেলা সেচ্ছাসেবক দল,মোঃফারুক হোসেন শিক্ষক আইনপুর মাদ্রাসা,
হাজী মোঃজামাল হোসেন তত্ববধায়ক ট্রুনামেন্ট কমিটি,মোঃহাবীব তত্ববধায়ক ট্রুনামেন্ট কমিটি, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।খেলার প্রধান আয়োজক ছিলেন সাকিবুল।
খেলায় ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন জনপ্রিয় ধারা ভাষ্যকার মোঃবাবুল হোসেন।
খেলায় মিশন খালিশপট্টি চ্যাম্পিয়ন হয় এবং বিনোকদিয়া কিং-সিক্স ক্লাব রানার্স – আপ হয়।
প্রধান অতিথি চিম্পিয়ান দলের হাতে তুলেদেন নগদ দশ হাজার টাকাএবং রানার্স-আপ দলের হাতে তুলেদেন নগদ পাঁচ-হাজার টাকা। এছাড়াও শেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন মিশন খালিশ পট্টির অধিনায়ক মেহেদী হাসান মিন্টু।
মোঃমশিউর মিন্টু
০১৭১৮৫৪২৩৯৪
০১/০২/২০২৫