চন্দনাইশে হয়রত মাওলানা মফিজুর রহমান শাহ (রা:) এর বার্ষিক ওরস শরীফ আগামী শুক্রবার মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম:
চট্টগ্রামের চন্দনাইশে ৭ই ফেক্রুয়ারি শুক্রবার হযরত মাওলানা মফিজুর রহমান শাহ রাদিয়াল্লাহ এর ১৩তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে। চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৬নং ওয়াড় রাউলিবাগ এলাকায় হযরত মাওলানা আবুল কাশেম শাহ রাদিয়াল্লাহ মাজারের মাঠ প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এই বছরও রাউলিবাগ এলাকাবাসীর যৌথ উদ্যোগে হযরত মাওলানা মফিজুর রহমান শাহ রাদিয়াল্লাহ এর বার্ষিকী ওরশ শরিফ অনুষ্ঠিত হবে। বার্ষিক ওরশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ফজরের নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াত।যােহরের নামাজের পর ,মিলাদ শরীফ, ফাতেহা শরীফ, বাংলাদশ ও জাতি এবং বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পেশ করবেন। আসরের নামাজের পর,নাতে মােস্তফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজ আদায়ের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজিমুশশান ও এলাকার মুরুবিবদের ঈসালে সওয়াব উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন উলামায়ে একরাম উপস্থিত থাকবেন। এশারের নামাজের পর মিলাদ কিয়াম আখেরি মােনাজাত পেশ করবেন,তবারুক বিতরণ ও বিদায়ী আনুষ্ঠানিকতার মাধ্যমে মহান পবিত্র ওরস শরীফের কর্মসূচি সমাপ্ত হবে।এতে জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত জানিয়েছেন, ওরস পরিচালনা কমিটি।