থানচিতে সাঙ্গু নদীতে ডুবে এক শিশু নিহত।
থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
বান্দরবানের থানচিতে গোসল করতে নেমে সাঙ্গু নদীতে পানি ডুবে এক শিশুর নিহত হয়েছে।
শনিবার দুপুরে বলিপাড়া ইউনিয়নের ডাকশৈ পাড়া বৌদ্ধ বিহার থেকে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে।
থানচি উপজেলা ০৪ নং বলিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার উচনু মারমা বলেন, দুপুর অনুমানিক ১:৩০টা সময় সঙ্গীদের সাথে সাঙ্গু নদীতে গোসল করতে নামলে শিশুটি পানিতে ডুবে যায়। এসময় তাঁর সমবয়সীরা তাকে পানিতে ডুবে যেতে দেখতে পেয়ে পাড়াবাসীদের খবর দেয়। তারপর গিয়ে তাকে দেখতে না পেয়ে পাড়াবাসীরা পানিতে অনেক খোঁজাখুঁজির পর অনুমানিক বিকাল ৪ টায় পানিতে ডুবে যাওয়ার শিশুর লাশ উদ্ধার করা হয়। ডাকশৈ পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নিহতের শিশুর নিকট আত্নীয় ছিলেন। শিশুটি বিহারের থেকে ধর্মীয় শিক্ষা গ্রহন করত।
নিহত শিশুটি বান্দরবানের রুমা উপজেলায় সদর রুমা ইউনিয়নের কোওয়াসে পাড়ার বাসিন্দা উসিং মারমা ছেলে উশৈমং মারমা (৮) বলে জানা যায়।
থানচি থানা সূত্রে জানা যায়, এই ঘটনা যেহেতু দুর্ঘটনা স্বীকার তাছাড়া এই নিয়ে কোন অভিযোগ না আসায় কারো বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করা হয়নি।