ঢাকাসোমবার , ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকেন সম্মেলন পিরোজপুর জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টর বরিশাল এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের (প্রশাসন ও উন্নয়ন) পরিচালক মো: ইমরান আহম্মেদ।

জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো: আমীনুল ইসলাম এর সভাপত্বিতে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: শাখাওয়াত হোসেন, সহকরী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, সহকরী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েল ফেয়ার সেন্টার বরিশোলের সহকারী পরিচালক মো: আতিকুল আলম। এসময় প্রবাসীকর্মী ও বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রবাসী কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যান ডেক্স কতৃক সহায়তা প্রদান। ওয়েজ আর্নার্স সেন্টারের সেবা প্রদান। প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী কর্মী ও তার পবিবারকে বীমা সুবিধা প্রাপ্তিতে সহায়তা প্রদান। প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান। প্রবাসী আহত ও অসুস্থ্যদের সহায়তা প্রদান। প্রবাসে মৃত কর্মীদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান। প্রবাসে মারা গেলে মৃতদেহ দেশে আনতে সহায়তা ও দাফনে সহায়তা প্রদান। শ্রম কল্যান উইং এর মাধ্যমে সহায়তা প্রদান। বিদেশে সেইফ হোম পরিচালনা। নারী প্রবাসে যে সকল সমস্যা মোকাবেলা করতে হয় সে বিষয়ে আলোচনা সহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

পিরোজপুর প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।