ফরিদপুরের সালথা উপজেলার বাউষখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে আজ।
জাহিদ হোসেন মোল্লা।
ব্যুরো প্রধান ফরিদপুর।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বাউষখালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় এর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের হয়।
এ সময় বল্লভদী ইউনিয়নের বিএনপি’র সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অর্ধেন্দু কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার বিএনপি’র সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার অসাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল মাতুব্বর, বল্লভদী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব, বিএনপি নেতা কামাল মিয়া ও ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও অর্থ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত স্তিত্ব ছিলেন।
এ সময় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতীতেরা।