ঢাকারবিবার , ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবা‌নে ৩দিন পর মু‌ক্তি পে‌ল অপহৃত ২৬ শ্রমিক

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবা‌নে ৩দিন পর মু‌ক্তি পে‌ল অপহৃত ২৬ শ্রমিক

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের লামা থে‌কে অপহৃত ২৬জন রাবার শ্রমিকদের ম‌ধ্যে অব‌শিষ্ট ২৫জন শ্রমিক সকা‌লে মু‌ক্তি পে‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে‌ছে। এর আগে সোমবার বিকা‌লে ১জন শ্রমিক পা‌লি‌য়ে আসে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকা‌লে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া এলাকায় সবাই ফি‌রে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৫‌ফেব্রুয়ারী) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে এ ২৬ জন রাবার শ্রমিককে অপহরন করে নিয়ে যায় সন্ত্রাসীরা।  এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তা‌দের উদ্ধারে অভিযান শুরু করে। প‌রে সোমবার বি‌কা‌লে ‌জিয়াউর রহমান না‌মের ১জন রাবার শ্রমিক পা‌লি‌য়ে আসে। অব‌শে‌ষে অপহর‌ণের ৩‌দিন পর আজ মঙ্গলবার সকা‌লে সবাইকে ছে‌ড়ে দি‌লে সক‌লে বা‌ড়ি ফি‌রে আসে।

বান্দরবান পু‌লিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ব‌লেন, আজ সকা‌লে অপহৃত শ্রমিকরা সক‌লে ফি‌রে এসে‌ছে ব‌লে শু‌নে‌ছি। ত‌ারা সক‌লে নিজ নিজ বা‌ড়ি‌তে ফি‌রে গে‌ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারী একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরন করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।