রুমায় বাসের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত ক্ষোভে বাসে অগ্নি সংযোগ
মো: লোকমান হাকিম, রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান রুমা উপজেলায় বাসের ধাক্কায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মথি ত্রিপুরা নিহত হয়েছে। সে আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরার ছেলে।
মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে স্কুল থেকে মথি ত্রিপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বিদ্যালয়ের সমানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃতের খবর শুনতে পেয়ে বিক্ষুব্ধ জনতা বেথেল পাড়া সংলগ্নে বাস স্টেশনের ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এদিকে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে উক্ত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, দুর্ঘটনার পরপরই বাস ড্রাইভারকে আটক করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন আছে।