বান্দরবানের রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ৩
মো: লোকমান হাকিম, রুমা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান রুমা উপজেলায় জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন মালিক ও ড্রাইভারসহ ৩ জন।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রুমা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ পেঁপে বাগান নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে। এ ঘটনায় ৩জন আহতের মধ্যে গুরুতর আহত হয়েছে ১ জন।
উক্ত ঘটনায় আহত হলেন- লালা বম (৭০), মো জুনাইদ (২৩)। তারা সদর ইউনিয়নের থানাপাড়া, বেথেলপাড়ার বাসিন্দা ও সত্যরাম ত্রিপুরা (৪৮) রাঙ্গামাটির বড়থলী এলাকার বাসিন্দা বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ ঘটিকার সময় রুমা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পেঁপে বাগান নামক এলাকায় গাড়িটি মেরামত শেষে রুমা হতে কিওক্রাডাং যাওয়ার পথে গাড়িটি গিয়ার ফিল করে উল্টে গিয়ে মালিক ও ড্রাইভারসহ ০৩জন আহত হয়েছেন।
পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ৩ জন আহতের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করে দিলেও সত্যরাম ত্রিপুরার ডান পায়ে’র সম্পূর্ণ গোড়ালি ভেঙে যাওয়ায় সদর হাসপাতালে রেফার করা হয়।
ঘটনা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, জীপ গাড়ির সড়ক দুর্ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করে দিলেও সত্যরাম ত্রিপুরা গুরুতর আহত হওয়ায় তাকে সদর হাসপাতালে রেফার করা হয়েছে