বান্দরবানের লামায় অপহরণের ঘটনার ৪জন গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় সম্প্রতি ২৬শ্রমিককে অপহরণের ঘটনার জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালিতে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করা হয়। পরে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছেড়ে দেয়। এর পর থেকে অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে বৃহষ্পতিবার (২০ফেব্রুয়ারি) জড়িত থাকার অভিযোগে লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে এ ৪জনকে গ্রেফতার করা হয়।
বান্দরবানের পুলিশ শহিদুল্লাহ কাওছার জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে উপজেলার সরই ইউপিতে গত ১৪ জানুয়ারি ৭জন তামাক চাষী ও ১ফেব্রুয়ারি ৭জন কাঠুরিয়া এবং সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালি থেকে ২৬ রাবার শ্রমিকসহ একমাসে ৪০জনেরও বেশি শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। পরে অপহৃতরা সবাই মুক্তিপন দিয়ে ফিরে আসে।