কালিয়াকৈরে কেন্দ্রীয় সমবায়
সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কাজী আহসানুল হাবিব,বিশেষ প্রতিনিধি কালিয়াকৈর গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দানিছুর রহমানের সভপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা মোঃ সুমন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। এসময় বক্তব্য
রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পল্লী উন্নয়ন চেয়ারম্যান
মো: আক্তারুজ্জামান, গাজীপুরের টঙ্গী ইউসিসিএ এর চেয়ারম্যান এম আর বাবুল আহাম্মেদ, গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক হযরত আলী মিলন, লতিফপুর সমাবায় সমিতির সভাপতি মোসা ফরিদা বেগমসহ আরো অনেকে। পরে উপজেলার বিভিন্ন সমিতির যে সকল ম্যানেজার, সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যরা পল্লী উন্নয়ন অফিস থেকে লোন নিয়ে ভাল কাজ করেছে তাদেরকে উৎসাহ
বাড়ানোর জন্য পুরস্কার প্রদান হয়।