চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত
এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় ডাকাত দলকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি)২৫ইংঃ দুপুর ২ঃ০০ ঘটিকার সময় বারেক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত একটি জায়গায় টিনের তৈরি আস্তানায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। সূত্রে পুলিশ জানায়, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত চক্রের ছয়জন অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুইজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় ৪ জন। এ সময় সাব-ইন্সপেক্টর জামিল ও সাব-ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারেক, জুয়েলসহ পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।