প্রতিবন্ধী দুস্থ অসহায় মানুষদের প্রতিবন্ধীকতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির
বান্দরবান প্রতিনিধি: সমাজে পিছিয়ে পড়া অসহায় দুস্থ প্রতিবন্ধী মানুষেরা যাতে সমাজে চলার পথে কোন রকম প্রতিবন্ধীকতার স্বীকার না হয় সে বিষয়ে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান রেড ক্রিসেন্ট এর ইউনিট অফিসার নাসরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আই সি আর সি ডিসএ্যাবিলিটি ইনক্লুশন এ্যাডভাইজার কাজী ইমদাদুল হক, ডিজিটাল এন্ড প্রিন্ট প্রোডাকশন অফিসার সিআরসির সাবির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অনেকে।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, হাত পা বিহীন মানুষেরা সমাজে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় চলার পথে । তাই কোন প্রতিবন্ধী ব্যাক্তি যাতে এই ধরনের সমস্যা পরে বৈষম্যর শিকার না হয় সে বিষয়ে সকল সাংবাদিক সহ সচেতন মহলকে সামনে এগিয়ে আসার আহ্বান জানানো হয় । পরবর্তীতে সরজমিনে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন প্রাথমিক কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়।