ঢাকাশনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবা‌নের কুহালং‌য়ে নিম্ন আ‌য়ের ‌প‌রিবা‌রের মা‌ঝে টি‌সি‌বির পণ‌্য বিক্রয়

admin
মার্চ ১, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবা‌নের কুহালং‌য়ে নিম্ন আ‌য়ের ‌প‌রিবা‌রের মা‌ঝে টি‌সি‌বির পণ‌্য বিক্রয়

বান্দরবান সংবাদদাতা: বান্দরবা‌ন সদর ইউ‌নিয়‌নের কুহালং‌য়ে নিম্ন আ‌য়ের ‌প‌রিবা‌রের মা‌ঝে টি‌সি‌বির পণ‌্য ‌ন‌্যায‌্য মূ‌ল্যে বিক্রয় করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার ১ লা মার্চ দুপুর ১২টার সময় হ‌তে এ টি‌সি‌বির পণ‌্য বিক্রয় কর্যক্রম শুরু করা হয়। মুস‌লিম পাড়া থে‌কে শুরু ক‌রে কুহালং‌য়ের প্রতি‌টি পাড়ায় মজুদ থাকা পর্যন্ত এসব টি‌সি‌বির পণ‌্য বিক্রয় করা হয়।

মেসার্স ইসহাক ষ্টোর এসব এলাকায় দীর্ঘদিন থে‌কে ‌টি‌সি‌বির প‌রি‌বেশক হি‌সে‌বে কাজ ক‌রে আস‌ছে।

এলাকার ইউ‌পি সদস‌্যদের উপ‌স্থি‌তি‌তে ৮০০ প‌রিবা‌রের মা‌ঝে প্রতি প‌রিবা‌রে ৫‌ কে‌জি চাউল, ২ কে‌জি ডাল ও ২ লিটার ভোজ‌্য তেল ন‌্যায‌্য মূ‌ল্যে বিক্রয় করা হয়।

উপকার ভোগীরা জানান, দ্রব‌্য মূ‌ল্যের উর্দ্ধগ‌তির কার‌ণে প‌রিবারের ভরন‌পোষণ চালা‌তে হিম‌সিম খা‌চ্ছি। এসব টি‌সি‌বির পণ‌্য দেওয়া‌তে কিঞ্চিৎ হ‌লেও স্ব‌স্থি পা‌চ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।