ছাত্র হত্যা মামলা সহ ৮ মামলার আসামিকে গ্রেফতারের পরে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা বাজার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলা সহ ৮ মামলার আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন ঝাউদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সাঙ্গোপাঙ্গরা।
সোমবার ৩ মার্চ ২০২৫ ইংরেজি সকাল আনুমানিক ১১ টার দিকে মাদারীপুর সদর থানার এসআই কামরুলের নেতৃত্বে সিভিল পোশাকে তালতলা বাজারের পূর্ব পাশ থেকে সালাই খা নামের ছাত্র হত্যা মামলা সহ ৮ মামলার আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় ঝাউডি ইউনিয়নের কিছু চিহ্নিত সন্ত্রাসীরা আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়।
সূত্র মতে মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহত হয়েছে এই ছাত্র আন্দোলনের সময় আসামি ছালাই খা ও তার সন্ত্রাসী দলবল নিয়ে ছাত্রদের উপর হামলা করেছেন এবং হত্যার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী হত্যা মামলা সহ আটটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে চাঁদাবাজ ভূমি দখলকারী মাদক, অস্ত্র ব্যবসা সহ নানা অপকর্মের নিয়ন্ত্রণকারী সন্ত্রাসী সালাউদ্দিনখা ওরফে সালোই খা।
বিভিন্ন নিরীহ মানুষকে মামলা দেওয়ার হুমকি দিয়ে অনেক সময় মামলা দিয়ে হয়রানি করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী তারা বলেন, থানায় অভিযোগ দিয়ে বাড়ি আসার আগেই জেনে যায় সালাইখা ও তার দলবল যার ভয়ে অনেক সময় থানায়ও যাই না বাধ্য হয়েই সন্ত্রাসীদের জুলুম মেনে নিতে হচ্ছে। নাম প্রকাশ অনিচ্ছুক এক ভদ্রমহিলা বলেন আমি গেল বছর জমি সংক্রান্ত একটি অভিযোগ করেছিলাম RAB অফিস এবং মাদারীপুর সদর থানায় তালতলা বাজার পৌঁছানোর আগেই তারা সবকিছু জেনে আমাকে এলাকা ছাড়তে বাধ্য করে সন্ত্রাসী লোকদের দিয়ে আমার বাড়ির কাজ বন্ধ করে দেয়।
বাধ্য হয়ে আমি এখন ভাড়া বাসায় থাকি
এলাকাবাসী ও সাধারণ মানুষ এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোকসেদুল রহমান জানান সালাই খা নামের এক আসামিকে ধরার চেষ্টা করলে এলাকাবাসীর জন্য ধরা সম্ভব হয়নি।