ফরিদপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত ও মাদক উদ্ধার।
জাহিদ হোসেন মোল্লা।
ব্যুরো প্রধান( ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে মাদক, পিস্তল, সামরিক অস্ত্রসহ বেশ কিছু অপরাধমুলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত বোয়ালমারীর পৌর এলাকার হারুন কমপ্লেক্স ভবনে অভিযান চালানো হয়। এসময় ভবনটির বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে অস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ভবনটির তৃতীয় তলার পুল ক্লাবের একটি গোপন লকার হতে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভবনটির ছাদ থেকে একটি এয়ার গান এবং বেশ পরিমান গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং রেস্টুরেন্ট ম্যানেজার কাজী মুশফিককে আটক করা হয়েছে।