সালথায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন করা হল:
জাহিদ হোসেন মোল্লা।
ফরিদপুর।
সালথায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ফরিদপুরের সালথায় ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে সালথা উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।