গনেশ পুজা উদযাপন পরিষদ বান্দরবান আহবায়ক কমিটি গঠিত।
২০২৫ সালের গনেশ পুজা উদযাপনের লক্ষে আজ সোমবার রাত – ৮.৩০ ঘটিকা বান্দরবান শহরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে গনেশ পূজা উদযাপন কমিটির এক সভায় গনেশ পূজা উদযাপন কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়। গনেশ পুজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা বাবু দেবাশীষ পাল দেবু এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী গনেশ পুজা উদযাপন পরিষদ এর স্থায়ী কমিটির সভাপতি শ্রী রুপন চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু রনি দাশ, সিনিয়র সহ সভাপতি বাবু সুজন দাশ, সভাপতি প্রপ্রুল্ল দাশ, কোষাধ্যক্ষ বাবু সুমন সেন, নির্বাহী সদস্য বাবু সুমন দত্ত, রনি শিল মিঠু বিশ্বাস, রাসেল, রনি দত্ত সহ আরো অনেকে। উক্ত সভাই সর্বসম্মতিক্রমে গনেশ পুজা ২০২৫ উদযাপন কমিটি ঘোষনা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু শ্রী নিমাই দাশ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মিন্টু দাশ।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ
সভাপতিঃ নিমাই দাশ
সহ-সভাপতি ঃ সুজন দাশ, প্রপ্রুল্ল দাশ, রনি দত্ত
সাধারণ সম্পাদক ঃ বাবু মিন্টু দাশ
যুগ্ন-সম্পাদক ঃ বাবু সুমন দত্ত
কোষাধ্যক্ষ :- বাবু সুমন সেন
সহ কোষাধ্যক্ষ :- বাবু রাসেল
নির্বাহী সদস্য :- রনি শিল, মিঠু বিশ্বাস,