বান্দরবানে ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
বান্দরবান প্রতিবেদক: বান্দরবানে আগামী ১৫ মার্চ ০১ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ১৩ই মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার দিলীপ দেবনাথ সাংবাদিকদের জানান, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৬০ জন শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩১৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো জানান ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য ১৪১ জন স্বাস্থ্য সহকারী ৯০ জন সুপারভাইজার এবং ৮৩১ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৫ মার্চ সকাল ৯ ঘটিকায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত থাকবেন।