ঢাকাশনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অভিযান কালে পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩

admin
মার্চ ১৪, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে অভিযান কালে পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩

ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান

গাজীপুর মহানগরীর গাছা থানার ঝাজরে মাদকব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছুরিকাঘাতে গাছা থানার পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ ও এপিবিএন।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদ পেলে গাছা থানা পুলিশ মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির। এসময় পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটক করে ফেললে মনির ও তার সহযোগীরা পুলিশকে আক্রমণ করে। আটক হওয় মনির কে বাঁচাতে ছিনকারীরা কনস্টেবল মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আঘাতে পুলিশ কনস্টেবল মোস্তাফার কানে ও পেটে গুরুতর জখম হয়।

পরে আহত ওই পুলিশ সদস্যকে প্রথমে গাজীপুর তাইরুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গাছা থানা এলাকার মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো. জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭) কে গ্রেফতার করে।

শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।