ঢাকাশনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ঝুট ব্যবসা কেন্দ্র করে নাটকীয়ভাবে অফিস ভাঙচুর।

admin
মার্চ ১৪, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ঝুট ব্যবসা কেন্দ্র করে নাটকীয়ভাবে অফিস ভাঙচুর

ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

গাজীপুর মহানগরীর ৩৮নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে করা সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে গাজজীপুরের বড়বাড়ি বাহার মার্কেট এলাকার বিএনপির কার্যালয়ে।

বৃহস্পতিবার (১৩মার্চ) রাত সারে আটটায় নগরীর গাছা থানার বড়বাড়ি বাহার মার্কেট এলাকার বিএনপির দলীয় ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ৩৮নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের একাংশ।

সম্মেলনে মৌখিক বক্তব্যে গাছা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ৩৮নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন রাহাত বলেন, গত মঙ্গলবার (১১মার্চ) বিভিন্ন পোষাক কারখানায় শ্রমিক আন্দোলন চলছিলো, ওই সংবাদের ভিত্তিতে তিনি ও তার সহযোগী ৩৮নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন কারখানায় যান নিরাপত্তা নিশ্চিতে। কারখানার কর্তৃপক্ষদের নিরাপত্তা নিশ্চিতে তারা আশ্বস্তও করেন মালিক ও সিকিউরিটি গার্ডসহ সংশ্লীষ্টদের।

নেতৃবৃন্দরা কারখানা কর্তৃপক্ষদের অবগত করেন, শ্রমিক আন্দোলনের নামে কারখানা ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করলে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিরোধ করা হবে। এসব আশ্বাস দিতেই ওয়ার্ডের বিভিন্ন কারখানায় বিএনপি নেতৃবৃন্দরা যান বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরে নেতাকর্মীরা ওই ওয়ার্ডের কারখানাগুলো কয়েকঘন্টা পরিদর্শন শেষে স্থানীয় বগারটেক বিএনপির পার্টি অফিসে যান নেতৃবৃন্দরা।

ওই দিন কার্যালয়ে ২০মিনিট অপেক্ষা করে সকাল ১১টায় নেতৃবৃন্দরা নামাজের জন্যে বেড়িয়ে যান। এক পর্যায়ে প্রতিপক্ষরা ওই কার্যালয়ের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রতিপক্ষদের উপর দায় চাপানোর উদ্দেশ্যে বলেও জানানো হয় সম্মেলনে। ওই কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের অনুমতিহীন প্রবেশের দায়ে নেতৃবৃন্দদের একজনকে শারিরীক হেনস্তারও কথা জানান বিএনপি নেতা সুমন রাহাত।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদক দায় এড়াতে দ্রুত সংবাদ সম্মেলন করে অন্যান্যদের ফাঁসানোর চেষ্টা করেন বলেও জানা গেছে। সুমন বলেন, বিএনপি নেতা কামরুজ্জামান নিজেই ওই কার্যালয়ে চেয়ার এলোমেলো করে তারেক রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে প্রতিপক্ষদের ফাঁসাতে চেয়েছেন। এছারা কামরুলের বিরুদ্ধে টিসিবি পণ্যসহ মাদক সংশ্লীষ্ট নানা অপকর্মেরও অভিযোগ তুলেন সুমন রাহাত। এসব বিষয়ে ওয়ার্ড বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগও করেন সুমন রাহাতসহ অন্যরা।

এ ঘটনায় থানায় মিথ্যা অভিযোগ প্রদান ও সংবাদ সম্মেলনসহ ওয়ার্ড বিএনপির একাংশের বিরুদ্ধে দায় বর্তানোর প্রতিবাদ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা। সুমন রাহাতসহ সম্মেলনে উপস্থিত ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দাবী সুস্থ তদন্ত পূর্বক আইনি পদক্ষেপে এ ঘটনার সমাধান প্রত্যাশা করেন বিএনপি নেতা সুমন রাহাতসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন, ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান টিপু, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন খন্দকার, গাছা থানা স্বেচ্ছাসেবক সম্পাদক রফিকুল ইসলাম সুমন, ৩৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, থানা জাসাস সভাপতি মামুনুর রশিদ ও ৩৮নং ওয়ার্ড যুবদল সিনিয়র সহ-সভাপতি নূরে আলমসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।