গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি
সংঘর্ষে চালকসহ ৩জন নিহত, গুরুতর আহত-১
কাজী আহসানুল হাবিব, কালিয়াকৈর,গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নামাশুলাই এলাকায় শনিবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর টু মাওনা মহাসড়কে ইট বহনকারী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেয় সিএনজির চালকসহ ৩জনের মৃত্যু ঘটে।সি এন জি তে ৪জন যাত্রী ছিল। এসময় গুরুতর আহত হন ইমদাদুল নামের একজন পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৃত সিএনজি চালক হলেন, জামালপুর জেলার সদর থানার সুনিয়াটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে ওবায়দুর রহমান। তিনি টান-কালিয়াকৈর এলাকায় ভাড়াবাসায় থেকে সিএনজি চালাতো। আর অপর ২জন ফুলবাড়ীয়া ইউনিয়নের শালদহপাড়া গ্রামের খালেদ সাইফুল্লাহর (উইলিয়াম সুয়েটার লি: এর মালিক) বাবা আব্দুল আলীম (৬৫) ও তার মাতা।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ৩জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১জন পুলিশ সদস্য গুরুতর আহত আছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন আছে। তবে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক আছে।