রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫" এর শুভ উদ্বোধন।
এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
শনিবার (১৫মার্চ)২৫ খ্রিঃ।
রাঙ্গামাটি'র কুতুকছড়ি
হেডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিকে ক্যাম্পেইনে'র আনুষ্ঠানিকতা শুরু হয়
এ-সময় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
উক্ত ক্যাম্পেইনে
উপস্থিত ছিলেনঃ
সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।
এবং দেব প্রসাদ দেওয়ান
আহ্বায়ক, স্বাস্থ্য বিভাগ ও সম্মানিত সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
উক্ত পুষ্টি ক্যাম্পেইনে
ডাক্তারেরা পরামর্শমূলক কিছু তথ্য দেন।
এবং যথা সময়ে সকল শিশুদেরকে ভরা পেটে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানান।