থানচিতে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।
থানচি প্রতিনিধি: মথি ত্রিপুরা।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের থানচিতে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বলিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায়, ৪নং বলিপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজনে, ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মোঃ আমির হোসেন ভিজিএফ চাল বিতরণ করেন। এসময় ০৪ নং বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংওয়েসিং মারমা, মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, মেম্বার উচনু মারমা ও অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। এই ইউনিয়নের ১হাজার ৩শত ৪৪জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। একই ভাবে সদর ইউনিয়নের ২হাজার ৩৪জন, তিন্দু ইউনিয়নের ১হাজার ৯৮জন ও রেমাক্রি ইউনিয়নের ১হাজার ৬শত ৮৬ জনকে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মসফিকুর রহমান জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত তালিকাভুক্ত ৬হাজার ১শত ৬২ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরণ কালে ৪ ইউনিয়নের ৪জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে।