মাধবপুরের পিয়াইমে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেট ব্যুরো
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড (পিয়াইম)বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এড.জসিম উদ্দিনের আয়োজনে প্রায় কয়েকশ রোজাদার এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ব্যাক্তির চেয়ে দল বড় এই কথা অন্তরে লালন করে দলের ঘোষিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে এ ইফতার মাহফিলের আয়োজন বলে উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক এড জসিম উদ্দিন প্রতিবেদককে জানান।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম বাবু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজু আহমেদ, জালাল মেম্বার বাবুল মিয়া প্রমুখ।
উপস্থিত রোজাদারদের উদ্দ্যেশ্যে ইফতার মাহফিলের আয়োজক এড জসিম উদ্দিন বলেন দেশের চলমান পরিস্থিতিতে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এবং আমরা সবাই ভাই ভাই এ নীতি অবলম্বন করে হিংসা বিদ্বেষ ভুলে সকল প্রকার হানাহানি থেকে নিজেদের মুক্ত রাখতে হবে।
ইফতার মাহফিলের মুসলিম উম্মাহর জন্য দোয়া ও দেশ বাসীর প্রতি মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।