ঢাকাবুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন পিরোজপুর-০১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী মাসুদ সাঈদী।

admin
মার্চ ১৮, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন পিরোজপুর-০১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি : জামায়াত ইসলামী আওয়ামীলীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায়না। জামায়াত চায় দেশে জনগনের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ এদেশের রাজনীতিক তথা সাধারন মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামীলীগ আমাদেরকে নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে মাসুদ সাঈদী বলেন, আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করিনা। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়নের ঘোষনা দিয়েছে। এসময় তিনি আরো বলেন, আমার পিতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে। যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামীলীগের লোক। এখনো তারা বিভিন্ন পদে আসীন। তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো। বিএনপির সাথে সম্পর্ক বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চুড়ান্ত হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী মোঃ জহিরুল হক, পিরোজপুর পৌর আমীর মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

পিরোজপুর প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।