নগরকান্দায় বসতবাড়িতে ঘর উত্তোলনে বাধা,মামলা করে হয়রানির অভিযোগ
মোঃমশিউর মিন্টু
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের নগরকান্দায় বসতবাড়িতে ঘর উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত গনি সরদারের মেয়ে নুরজাহান বেগমএর পৈত্রিক বসতভিটায় ঘর উত্তোলনে বাধা ও মামলা করে হয়রানি করার অভিযোগ করেন প্রতিবেশী সোনা সরদার এর ছেলে জামাল সরদার বিরুদ্ধে।
গোড়াইল মৌজার বি, এস ১৪২৯ নং দাগের ৩৩ শতাংশ জমি মালিক হলেন ৪ জন। এরা হলেন কালু সরদার, মালেক সরদার, মধু সরদার ও নুরজাহান বেগম এর পিতা মৃত গনি সরদার। উক্ত সম্পত্তির মধ্যে বি,এস রেকর্ড অনুযায়ী ১২ শতাংশ জমির মালিক নুরজাহান বেগম। নুরজাহান বেগম এর কোন ভাই – বোন না থাকায় তার বাবা ও মা’ মারা যাওয়ার পর চাচা মালেক সরদার এর ছেলে কুদ্দুস সরদারের সাথে বিয়ের পর বাবার বাড়িতেই থাকেন।নুরজাহান বেগম তার বসবাসরত বাড়ির পুরাতন ঘরটি ভেঙে নতুন করে ঘর উত্তোলন কাজ শুরু করেন।ঘরের কাজ শেষ হওয়ার আগেই চাচা সোনা সরদার এর ছেলে জামাল সরদার জমি দাবি করে তার জীবিত পিতা কে মৃত্যু দেখিয়ে আদালতে উক্ত জমির উপর ঘর উত্তোলনে বাধার সৃষ্টির জন্য ১৪৪ ধারা মামলা করেন। মামলা নং ৫৩১ তারিখ ১৭ নভেম্বর ২০২৪ ইং।
স্মারক নং ৭৭ তারিখ ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং যাহা উপজেলা সহকারী কমিশনার ভূমি তদন্ত প্রতিবেদন নুরজাহান বেগম এর পক্ষে আদালতে প্রেরন করেন। মামলাটি খারিজ করে দেয় আদালত। ১৪৪ ধারা মামলা দুইদিন পরই জামাল সরদার তার পিতা সোনা সরদার কে বাদী করে নুরজাহান গংদের নামে
ভাংগা দেওয়ানী আদালতে উক্ত সম্পত্তির উপর মামলা করেন।দেওয়ানী মামলা নং ৪১৪/২৪।তারিখ ১৯ নভেম্বর ২০২৪ ইং।
এরপর জামাল সরদার উক্ত সম্পত্তির উপর আরও একটি ১৪৪ ধারা মামলা করেন।মামলা নং ৫৮৫ স্মারক নং ১৫৮২ যাহা তদন্তনাধীন।
নুরজাহান বেগম বলেন, আমার বাপের জমি আমি ওয়ারিশ এবং আমার নামে বর্তমান বি,এস রেকর্ড। এছাড়া আমার স্বামীর পৈতৃক বাড়ির জায়গায় পুরাতন ভাংগাচুরা ঘর ভেঙে নতুন করে ঘর উত্তোলন করছি। জামাল সরদারের নামে কোন সম্পত্তি এই দাগে নাই।তারা মিথ্যা মামলা দিয়ে আমার ঘর উত্তোলনে বাধা প্রদান করছে ঘর উত্তোলন করতে না পারায় খোলামেলা জুপড়ি ঘরে বসবাস করছি।
স্হানীয় লোকজন বলেন নুরজাহান বেগম এর পৈত্রিক ভিটা তার জায়গায় প্রায় একশত বছর ধরে বসবাস
করছে।
ঘর উত্তোলনে বাধা ও আদালতে মামলা করে হয়রানি করার বিষয় তিনি বলেন, উক্ত দাগে নুরজাহান বেগম গংদের নামে ভুল রেকর্ড হয়েছে। আমার দাদার সম্পত্তি আমরা জমি পাব। আদালতে মামলা করেছি মামলা চলমান। জমি পাব তাই ঘর উত্তোলনে বাধা দিয়েছি।
মোঃমশউর রহমান
০১৭১৮৫৪২৩৯৪
১৯ মার্চ ২০২৫