দেশ ও সমাজ গঠনে সুফিবাদ চর্চার বিকল্প পথ নেই : নুর মোহাম্মদ রানা
বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইসলাম ও পবিত্র রমজান শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২১শে রমজান ২২ মার্চ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাষ্টার মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুর,মাইজভান্ডার দরবার শরীফের শাহাজাদা সৈয়দ নাফিসুর রহমান আল মাইজভাণ্ডারী,ইয়াকুব ভান্ডার দরবারের শাহজাদা মোহাম্মদ রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া),ফোরামের ভাইস চেয়ারম্যান ও এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ,যুগ্ম-মহাসচিব মোঃ ইলিয়াস সোহেল,সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী,নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা এম সোলায়মান ফরিদ,পীরজাদা অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী,ওসখাইল দরবারের শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া,মতিভাণ্ডার দরবারের শাহজাদা আনোয়ার শাহ মাইজভান্ডারি,দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান এস এম পিন্টু,দৈনিক আইন বার্তা চট্টগ্রামের ব্যুরো চীফ রিপন চৌধুরী,সিনিয়র সাংবাদিক রাজিব সেন প্রিন্স,সাংবাদিক এস এম আমিন,শাহজাদা আজগর শাহ্ ঈসাপুরী, রেনেস্কোঁ স্যুয়েটারের পরিচালক মোহাম্মদ মুসা,বিশিষ্ট সমাজসেবক লেখক মোহাম্মদ হারুন পাশা,ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক এস এম ইয়াকুব,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হায়দার আলী,বিশিষ্ট রাজনীতিবিদ শেখ আলাউদ্দিন,ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখর উদ্দিন,অর্থোপেডিক্স ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন,সাংবাদিক আইয়ুব মিয়াজী, সাংবাদিক জামসেদ,নাজমুল হুদা সাকিব, আনিছ মোহাম্মদ বিবলু প্রমুখ।
বক্তারা বলেন,দেশ সমাজ পরিবার ও জাতি গঠনে সুফিবাদ চর্চার কোন বিকল্প নেই। দেশের চলমান রাজনৈতিক ও উগ্রপন্থীদের অরাজকতা ঠেকাতে সকল দরবার ও সুফি পথের ও মত আদর্শের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী শাহজাদা ছৈয়দ নাফিসুর রহমান আল-মাইজভান্ডারী।