থানচিতে বিএনপি’র ইফতার সামগ্রীর বিতরণ ও দোয়া মাহফিল।
থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
বান্দরবানের থানচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইফতার সামগ্রীর বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে থানচি বলিপাড়া বাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে, রমজানের ২৪ তম দিনে ইফতার সামগ্রীর বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বলিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মংম্রাসিং মারমা সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুর রশিদ ভূঁইয়া সঞ্চালনায়, ইফতার সামগ্রীর বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংশৈম্রইন মারমা। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা, বিএনপির নেতা মংসিংউ মারমা, মেদুকশে মারমাসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চার শতাধিক রোজাদারদের ইফতার সামগ্রীর বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।