বান্দরবান রুমায় সেনাবাহিনী কতৃক ঈদ উপহার সামগ্রী বিতরণ
মো লোকমান হাকিম রুমা প্রতিনিধি
বান্দরবান রুমা জোনের উদ্যোগে ৬০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা স্বরূপ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলমগীর হোসেন,পিএসসি, (৩৬) বীর, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী মোঃ আরাফ হাসান উদয় প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ আলমগীর হোসেন,পিএসসি বলেন, আমরা শুধু ঈদে নয়, সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় প্রতিনিয়ত সোচ্চার বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে সাধারণ মানুষের মাঝে সাধ্য অনুযায়ী সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও আর্ত মানবতার সেবার অংশ হিসেবে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস,চাল, ডাল, তেলসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই উপহার পেয়ে সুবিধাভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ঝিলিক।