শত বাঁধার গণ্ডি পেরিয়ে রাঙ্গামাটির কৃতি সন্তান সুদর্শন চাকমা এবং রাজন চাকমা
সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা পেলে বড় ধরনের অর্জনের আশ্বাস।
এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
স্বপ্ন তাদের একটাই
সরকারি এবং বেসরকারি ভাবে সাহায্য সহযোগিতা পেলে বয়ে আনবে বড় ধরনের অর্জন।
বছরের শুরুতে একুশের চ্যালেঞ্জার কাপে
অংশগ্রহণে বড় ধরনের অর্জন ছিনিয়ে আনেন দেশ ও নিজ জেলার স্বার্থে
একুশের চ্যালেঞ্জার কাপে
একই ঘরের দুই’ভাই
সুদর্শন চাকমা (ইন্ডিভিজুয়াল ফাইটে স্বর্ণপদক অর্জন করেন) রাজন চাকমা (ফাইটে স্বর্ণপদক এবং তাম্র পদক অর্জন করে)
যেখানে ইভেন্টে অংশগ্রহণ করেন
৫০০’শ(পাঁচশত) প্রতিযোগী
যেখানে ফাইটিং স্কোর করে রাঙ্গামাটির পক্ষে হয়ে সুনাম বয়ে আনেন দুই কৃতি সন্তান।
তাদের অর্জন
দু’টি গোল্ড এবং একটা ব্রোঞ্জ পদক।
সাংবাদিক শ্রাবন মাহমুদ এর সাক্ষাৎকারে
সুদর্শন চাকমা বলেন,
আমার যতগুলো অর্জন আছে তাদের মধ্যে এগুলো শ্রেষ্ঠ।
1) U.a.e international championship gold UAE
2)7th international karate championship India silver
3) participate in Asian championship Philippine
4) humayun kabhir international karate championship Gold
5) 5th South Asian karate championship 2019 silver
রাঙামাটি সদরস্থ উত্তর বিহারপুর এলাকার
পিতা রিগার্ড চাকমা,
মাতা মিতা চাকমা ছেলে
দু’জন।
তারাই দুজনেই বর্তমানে বিকেএসপির ছাত্র।
তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়াতে,
বারবার পিছে পড়ে ও
মানসিক শক্তিতে এগিয়ে রয়েছেন।