ঢাকাবুধবার , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নিহত – ৭ আহত ৪০

admin
এপ্রিল ৮, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নিহত – ৭ আহত ৪০

 

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হাইডেক্স নামের একটি  বাস খাদে পড়ে ৭ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা এগারোটার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া তথ্যানুসারে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরোও দুই জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের ৬ জনের নাম পরিচয় জানা গেছে। আহতরা হলেন নগরকান্দা উপজেলার শেখরকান্দি গ্রামের জোয়াদ সরদার(৭০) পিতা মৃত মাজেদ সরদার ও তার ছেলে ইমান সরদার (২৩),তালমা ইউনিয়নের কাটিয়া কালিবাড়ি গ্রামের মসলেম হাওলাদারের মেয়ে দিপা খান(৩৪),শান্তশি গ্রামের নিরত সরকারের স্ত্রী ভারতি সরকার ( ৪০),মোঃ আলম(৪৫),মোঃ আজিবর(৪৩)।
আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে আরোও দুইজনসহ মোট ৭ জন নিহত হয়ে। আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মোঃমশিউর মিন্টু
০১৭১৮৫৪২৩৯৪

০৮ এপ্রিল  ২০২৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।