ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ছাত্রজনতা
মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যা এবং অন্যায়ভাবে গাজাকে মুছে ফেলার অপচেষ্টার প্রতিবাদে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঠাকুরগাঁও ভূল্লীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ভূল্লী ডিগ্রী কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে ভূল্লী ডিগ্রী কলেজ ছাত্রদল শাখার আয়োজনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের কলেজ থেকে বিশাল এক মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূল্লী চৌরাস্তায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা কামী মানুষ পতাকা হাতে ও মাথায় বেঁধে এসে মিলিত হয় । নেতানিয়াহুর দুই গালে , জুতা মারো তালে তালে , আমরা সবাই নবীর সেনা ভয় করিনা বুলেট বোমা, ইহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় মিছিলটি। ইসরাইলি কুখ্যাত ইয়াহুদী নেতা নিয়াহু এর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও কুশপত্তালিকা দাহ করে বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সমাবেশে চলমান গণহত্যা বন্ধের দাবি জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র ও যুবনেতা, সাংবাদিক নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ সমাবেশে বক্তারা বলেন আল আকসা আমাদের দ্বিতীয় কেবলা। এই আল আকসা বিশ্ব নবীর হিজরতের স্মৃতি বিজড়িত স্থান। একে যে আঘাত করতে আসবে, তার প্রতিবাদ করা প্রতিটা মুসলিমের ইমানী দায়িত্বআমাদের মুসলিম ভাইদের মারা হচ্ছে , ছোট্ট ছোট্ট শিশুদের মারা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারিনা । আমাদের যার যার সাধ্যমত এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হলে কাল কিয়ামতের দিনে আমরা কি জবাব দিবো? আমাদের মুসলমান ভাইদের হত্যা করা হয়েছে আর আমরা চুপ করে ছিলাম এটা কখনোই ভালো হবেনা তাই আমাদের প্রথম পদক্ষেপ হবে ইসরাইলকে মন থেকে ঘৃণা করা এবং দ্বিতীয়ত যত ইসরায়েলি পণ্য আছে সব বর্জন করা । কারণ একটা দেশের অর্থনীতির বড় অংশ আসে তার রপ্তানি পণ্য থেকে আর এই ইসরায়েলি পণ্য আমরা কিনতেছি যে অর্থ দিয়ে গোলাবারুদ কিনে মুসলিম জাতির উপর হামলা করছেতাই আমরা আজ থেকে ইসরায়েলি সব পন্য বর্জন করবো ফিলিস্তিন এর বিজয় একদিনহবেই ইনশাআল্লাহ।