ঢাকাবুধবার , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময়।

admin
এপ্রিল ১২, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদোত্তর মতবিনিময় করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ র্নিমূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করে থাকবে।

পিরোজপুর প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।