রুমায় ৯ বিজিবি কতৃক শিক্ষা সামগ্রী ক্রয়ের আর্থিক অনুদান ও পানির পাইপ বিতরণ করা হয়েছে
মো লোকমান হাকিম রুমা প্রতিনিধি
বান্দরবান রুমায় ব্যাটালিয়ন (৯ বিজিবি) পক্ষ থেকে আনন্দ পাড়ায় পানির পাইপ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার(১৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ৯ বিজিবি এর নায়েব সুবেদার মো মিজানুর রহমান আনন্দ পাড়ার কারবারি নিকট ৫০০ ফুট পাইপ ও শিক্ষা সামগ্রী ক্রয়ের নিমিত্তে নগত অর্থ প্রদান করেন।
উল্লেখ্য যে, রুমা ব্যাটালিয়ন সদর হতে ৩৫ কিঃমিঃ দূরবর্তী অত্যন্ত গহীন ও দুর্গম পাহাড়ে আনন্দ পাড়ায় বসবাসরত জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত সুপেয় পানির সমস্যায় ভুগছিল। সুপেয় পানির সমস্যা দূরীকরণে পাড়ার কারবারী রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭০২৫ লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি এর নিকট ৫০০ ফুট পানির পাইপ প্রদানের জন্য আবেদন করেন।
ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পাহাড়ী জনগোষ্টির এ মানবিক আবেদনে সাড়া দিয়ে অধিনায়ক মহোদয় তাদের সুপেয় পানির ব্যবস্থাপনার সুবিধার্থে ৫০০ ফুট পাইপ ও শিক্ষা সামগ্রী ক্রয়ের নগত অর্থ প্রদান করেন।
এসময় বিজিবি’র অন্যান্য পদবীর সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং ভবিষ্যতে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।