রুমায় পহেলা বৈশাখ’কে স্বাগত জানিয়ে সম্প্রীতির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মো লোকমান হাকিম রুমা প্রতিনিধি
বান্দরবান রুমায় নানা আয়োজনের মাধ্যমে ১১ টি জাতি গোষ্ঠীর উপস্থিতিতে সম্প্রীতির শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের আয়োজনে এ সম্প্রীতির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপজেলার ১১ টি জাতি গোষ্ঠী বাঙ্গালি, মারমা, চাকমা, ত্রিপুরা, চাক, তঞ্চঙ্গ্যা,
ম্রো , বম , পাংখোয়া, লুসাই, ও খুমী সম্প্রদায়ের নারী পুরুষ শিশু কিশোর কিশোরীরা সহ সর্বস্তরের প্রশাসনের প্রতিনিধিবৃন্দ সম্প্রীতির শুভ যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।
শোভাযাত্রার শেষে বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের দলে দলে, নেচে-গেয়ে আনন্দঘন পরিবেশে সম্প্রীতি শোভাযাত্রাটি নৃত্যের পরীণত হয়। সে সাথে বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি রুপ নিয়েছে ভিন্ন এক মিলন মেলায়।