নগরকান্দায় জমিজমা নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মোঃমশিউর মিন্টু
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের নগরকান্দা তালমা ইউনিয়নের গাং তালমা গ্রামে জমিজমা নিয়ে বিরোধে মারপিট করায় থানায় অভিযোগ।
অভিযোগে জানাযায় গত ১২ এপ্রিল শনিবার বেলা আড়াইটার সময় বিবাদী ওহিদুজ্জামান গংরা দেশীয় অস্ত্র রামদা,লোহার রড,শাবল নিয়ে মুন্নু মিয়ার দখলীয় জমি জবর দখল চেষ্টা করে।সে সময় তারা বাধা দিলে বিবাদীরা তাদের কে মারপিট করে কুপিয়ে আহত করায় মুন্নু মিয়া থানায় একটি অভিযোগ করেন।
গাং তালমা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মুন্নু মিয়া বলেন, তালমা মৌজার আর,এস ১৫৩৩ নং দাগের দখলীয় মালিক আব্দুর রাজ্জাক গং ১২ শতাংশ জমির মালিক। জমির মালিক আব্দুর রাজ্জাক এর ছেলে পান্নু মিয়ার সাথে জমি এহজ বদল করে প্রায় ৩৫ বছর ধরে বাড়িঘর করে এই জমি দখলে স্বত্ব বান আছি।
বর্তমান বিএস রেকর্ড উক্ত জমির ১২ শতাংশের মধ্যে ৬ শতাংশ জমি ওহিদুজ্জামান মিয়া পিতা- আসাদুজ্জামান মিয়া গ্রামঃ মনোহরপুর এর নামে রেকর্ড দেখা যায়। বাকি ৬ শতাংশ জমির মালিক বাংলাদেশ সরকার।
জমির রেকর্ড খন্ডাতে আমার বাবা ইউনুস মিয়া বাদী হয়ে
ল্যান্ড সার্ভে ফরিদপুর মামলা করেন।মামলা নং ৬৬৪/১৬।মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় বিবাদী ওহিদুজ্জামান গংরা জমি দাবী করে জবর দখলের চেষ্টা করে। চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার ভূমির তদন্ত রিপোর্টে আমাদের দখল স্বত্ব প্রমানিত হয়।
বিবাদী ওহিদুজ্জামান মিয়া বলেন,১৩৬ নং তালমা মৌজার বিএস ২০৩৬ নং দাগের মোট ১২ শতাংশ জমি পৈতৃক সূত্রে মালিক। উক্ত দাগের ১২ শতাংশ জমির ৬ শতাংশ জমি আমার নিজ নামে রেকর্ড ও বাকি ৬ শতাংশ জমি বাংলাদেশ সরকার এর নামে রেকর্ড রয়েছে। এই সম্পত্তির মধ্যে মুন্নু মিয়ার কোন সম্পত্তি নেই।আমি আমার ৬ শতাংশ জমি তালমা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখের ছেলে রাসেল শেখের নিকট বিক্রি করেছি।বিক্রয় কৃত জমি পরিমাপ করে গ্রহিতাগনদের বুঝিয়ে দিতে যাই।এমন সময় মুন্নু মিয়া গংরা জমি মাপে বাধা সৃষ্টি করে আমরা জমি মাপা বন্ধ করে বাড়িতে চলে আসি।পরে জানতে পারি তারা আমাদের নামে থানায় একটি অভিযোগ করেছে।অভিযোগটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট। সেদিন মারামারি গোলমাল সেখানে হয়নি।
মোঃমশিউর মিন্টু
০১৭১৮৫৪২৩৯৪
১৬ এপ্রিল ২০২৫ ইং