পিরোজপুরে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম করেছে পিরোজপুর পৌরসভা বিএনপি
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাচাই কার্যক্রম করেছে পিরোজপুর পৌরসভা বিএনপি। আজ সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সভায় পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো: ছরোয়ার হোসেন হাওলাদার। এসময় পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে আমরা কমিটি করে ফর্ম দিয়েছিলাম সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা এ গ্রুপে রেখেছি পর্যায়ক্রমে গ্রুপ বি গ্রুপ সি এভাবে রাখা হয়েছে। আগামী দিনে ওয়ার্ড বিএনপির যে কাউন্সিল হবে সে কাউন্সিলে জন্য যে সদস্য প্রয়োজন তাদেরেরেখে বাকিরা আমাদের দলের সদস্য হিসেবে থাকবে। আমাদের পৌর ওয়ার্ড কমিটি হবে ৭১ সদস্য বিশিষ্ট্য। কাউন্সিলের জন্য আমরা চমৎকার ভাবে সাড়া পেয়েছি। সবাই সানন্দে ফর্ম নিয়ে ফিলাপ করে দিয়েছে।
পিরোজপুর প্রতিনিধি