ঢাকাশুক্রবার , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

admin
এপ্রিল ২৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের কাউখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী গণসংযোগ পক্ষের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউখালী উপজেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ২ নং আমরাজুড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গন্ধর্ব বাজারে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি হালদারের সভাপতিত্বে ও মিডিয়া বিভাগের অন্যতম সদস্য অধ্যাপক মোঃ সাইদুল কবির বশিরের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম খান,১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান, ২নং আমরাজুরী ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ আনোয়ার হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহুরুল হক বলেন, বাংলাদেশ আমাদের সকলের, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোন পার্থক্য নেই। আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী। আগামী দিনের বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সহযোগিতা কামনা করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আগামী দিনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যেখানে সবাই যে যার ধর্ম স্বাধীন মতো পালন করতে পারবে এবং অন্য ধর্মের উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না।

মত বিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন , স্থানীয় ইউপি সদস্য সমীর সরকার, গৌতম বড়াল, অরুন সিকদার, অনিমেষ মন্ডল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারগুলো জামায়াতে ইসলামকে আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে একটি জঙ্গি সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু গত বছরের ৫ই আগষ্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ যেভাবে আমাদের সহ সারাদেশের হিন্দুদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে সংগঠনটির প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা বেড়ে গিয়েছে। তাঁরা প্রমান করে দিয়েছেন যে, হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি ফুল। তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পিরোজপুর প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।