রাজারহাট স্বাবলম্বী সংস্থার আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম-২০২৫ অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকির পশার পাঠক পাড়ায় রাজারহাট স্বাবলম্বী সংস্থার আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল ২০২৫ ইং সোমবার
রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নে চাকির পশার পাঠক পাড়া, মাইনর স্কুলের পূর্ব পার্শ্বে অবস্থিত রাজারহাট স্বাবলম্বী সংস্থা প্রতি বছরের ন্যায় এবারও এই মহতী আয়োজনটি করে থাকেন।
রাজারহাট স্বাবলম্বী সংস্থা(RSS) এর নির্বাহী পরিচালক মোছাঃ শরিফা বেগমের সভাপতিত্বে, সাইটসেভার্স এর সহযোগীতায় মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর, কুড়িগ্রাম চক্ষু সেবা কার্যক্রম বাস্তবায়ন করেন।
এই ক্যাম্পেইনের মুল উদ্দেশ্য বিধবা, তালাক প্রাপ্ত , স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চোখ পরীক্ষা করে চশমা সহ অন্যান্য চক্ষু সেবা প্রদান করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও শতশত অসহায় নারীরা বিনামূল্যে চক্ষু সেবা
পেয়ে আনন্দিত।
এবিষয়ে জানতে চাইলে,রাজারহাট স্বাবলম্বী সংস্থা, কুড়িগ্রাম এর নির্বাহী পরিচালক শরিফা বেগম বলেন, আমি আমার সংস্থার পক্ষ থেকে অসহায় নারীদের জন্য জন্য এটুকু করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
বাকি জীবন অসহায় মানুষ বিশেষ করে অসহায় নারীদের পাশে থেকে যেন বাকি জীবন কাটিয়ে দিতে পারি সেই প্রত্যাশা রেখে এতো সুন্দর মহতী উদ্যোগ সফল করতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এজন্য সাইটসেভার্স ও মরিয়ম চক্ষু হাসপাতালের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।