নগরকান্দায় তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন
মোঃমশিউর মিন্টু
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন এর দহিসারা গ্রামের মৃত আউল মুন্সীর ছেলে মোঃ কামরুজ্জামান ইসরাইল মুন্সী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
১ মে বৃহস্পতিবার সন্ধায় নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান গত ৫ই মার্চ ২০২৫ ইং তারিখে নোটারী পাবলিকের কার্যালয়ে ফরিদপুর বিবাহের এফিডেভিট (কোর্ট ম্যারেজ) করে একই ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সির মেয়ে খুশি আক্তার(২০) কে বিয়ে করি এবং তাকে নিয়ে ভাড়া বাসায় একসাথে ঘরসংসার করি।
বিয়ের পর থেকে স্ত্রীর বিভিন্ন কৌশলে আমার কাছে থেকে অর্থ নিয়ে থাকে এবং তাহার আচরন, চলাফেরায় সন্দেহ হয়। তাকে নিয়ে ঘরসংসার করার কোন উপায় নেই বলে তাকে গত ২৭ এপ্রিল ২০২৫ ইং তারিখে কোর্টে গিয়ে আমার স্ত্রী খুশী আক্তার কে তালাক দেই।
তালাকের পর আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার নামে সম্মান হানি কর মিথ্যা কথা রটিয়ে আমার সম্মান হানি করছে।
বর্তমান সে আমার বাড়িতে অবস্থান করছে, বাড়ি থেকে বের হচ্ছেনা।
ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।আমার সম্মান বাচাতে আজ সংবাদ সম্মেলন করছি।স্ত্রী হিসাবে একজন নারী দেনমোহর ভরণপোষণ যেটা তার পাপ্য তাকে আমি দিয়ে দিবো সে ক্ষেত্রে আইন ও আছে।
তালাকের পর আমার বাড়িতে গিয়ে আমার পরিবারের সম্মান নষ্ট করছে।সে যদি কোন উল্টাপাল্টা করে এর জন্য আমিও আমার পরিবার দায়ী নই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক মিজান বাবু(দৈনিক যুগান্তর), সাংবাদিক বোরহান আনিস(দৈনিক সমকাল), সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আবু নাছির,সাংবাদিক নিজাম নকিব,সাংবাদিক মন্টু প্রমুখ।
মোঃমশিউর মিন্টু
০১৭১৮৫৪২৩৯৪
০২/০৫/২০২৫ইং