নারী কর্মচারীকে লাঞ্চিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নওমুসলিম নারী কর্মচারীকে লাঞ্চিত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের দেখে নেয়ার হুমকির প্রতিবাদে বান্দরবানে জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীলের বিরোদ্ধে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৃহষ্পতিবার (৮ মে) সকালে বান্দরবান বাজারের জাফরান রেস্টুরেন্টে তারা এ সংবাদ সম্মেলন করে।
এসময় তারা বলেন, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল ২০২৩সালে বান্দরবান জেলা অফিসে যোগদান করেন। এরপর থেকে অফিসের নওমুসলিম নারী কর্মচারীকে কু-প্রস্তাব দিয়ে আসছেন এবং মুসলিম হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করায় কটাক্ষ করছেন। এছাড়াও বোরকা পড়া, পর্দা করাসহ ইসলাম বিদ্বেষী নানা কথা বলে আমাকে হেনস্তা করেন।
বর্তমানে তাকে অফিস না করে প্রতিদিন রান্না করে খাওয়ানোর প্রস্তাব দেন। তারা আরো বলেন, জেলা মৎস্য কর্মকর্তা চাকুরীতে যোগ দিলেও বেশিরভাগ সময় কাটান অফিসের বাইরে। তার নামে প্রকল্পের টাকা লুটসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। প্রস্তাবে রাজী না হলে অন্যত্র বদলিসহ চাকুরিচ্যুত করারও হুমকি প্রদান করে। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখে নেবার হুমকি প্রদান করেন।
এসময় তারা ফ্যাসিস্টদের দোসর ও দূর্নীতিগ্রস্ত এ কর্মকর্তার কঠোর শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মাহির, ছাত্র পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।