নানা জল্পনা কল্পনার মধ্যদিয়ে শেষ হলো বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবান প্রতিবেদক: বান্দরবানে নানা জল্পনা কল্পনার মধ্যদিয়ে শেষ হয়েছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন।
শনিবার (১০ মে) বান্দরবানের আর্মি পাড়াস্ত সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৮ জন প্রার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। মোট ১৪১ ভোটারের মধ্যে ১২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এতে প্রধান নির্বাচন কমশিনার হিসেবে দায়ত্বি পালন করনে উপজলো সমাজসেবা কর্মকর্তা ও বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির আহবায়ক সত্যজিৎ মজুমদার।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আনারস প্রতীকে ৮১ ভোট, সহ- সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাউছার আলম প্রজাপতি প্রতীকে ৩৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মহিউদ্দিন বাস প্রতীকে ৭৭ ভোট, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম আম প্রতীকে ৭০ ভোট, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে জামাল ফুটবল প্রতীকে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।
নির্বাহী সদস্য পদে যথাক্রমে, আব্দুল্লাহ আল আরমান তালগাছ প্রতীকে ৭৯ ভোট, মো: জাহেদুল ইসলাম আসিফ চেয়ার প্রতীকে ৭৫ ভোট, মো: আবু বক্কর আপেল প্রতীকে ৬৬ ভোট ও মো: শামীম হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়।
উল্লেখ্য যে সভাপতি পদে চহ্লা প্রæ জিমি ও সহ-সভাপতি পদে হাজী জামাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।
ভোট দিতে আসা অনেকে বলেন, দীর্ঘ ১৫ বছর পর স্বতঃস্ফ‚র্তভাবে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। অনেক বছর পর নির্বাচনী আমেজ ফিরে এসেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আামরা আনন্দে উদ্বেলিত।
এসময় নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য আনসার বাহিনীর সদস্য ও জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয়।