ঢাকারবিবার , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত মোহাম্মদ মহিউদ্দিন।

admin
মে ১০, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

সর্বোচ্চ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত মোহাম্মদ মহিউদ্দিন।

নিউজ ডেস্ক

উৎসবমুখর পরিবেশে বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে আজ শনিবার (১০মে) সকাল ৯ টায় বান্দরবান সদরের ৭নং ওয়ার্ডের কাঠ ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে এই ফ্রি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল ৪টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়
সর্বোচ্চ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি বিপুল ব্যবধানে বিজয়ী হন, যা প্রার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার একটি সুস্পষ্ট প্রতিফলন।
নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের পেছনে ফেলে তিনি শীর্ষস্থান অর্জন করেন। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমাকে ভোট দিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন করেছেন। আমি চেষ্টা করব সকলের আস্থার প্রতিফলন ঘটাতে।”
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট মহল ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে আর্থিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।