ঢাকাশুক্রবার , ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বসতবাড়িতে দু-দফা হামলা ও লুটপাটের অভিযোগ।

admin
মে ১৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বসতবাড়িতে দু-দফা হামলা ও লুটপাটের অভিযোগ।
নগরকান্দা , ফরিদপুর সংবাদদাতাঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাগর মোল্লা ওরফে নুরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) নগরকান্দা থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ১১ মে ভোররাতে এবং ১৩ মে রাতের কোনো এক সময়ে একই গ্রামের মৃত জিলু মোল্লার পুত্র আলী হোসেন, নাজিম ও খোকন মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা মৌসুমী পেঁয়াজ, ধান, আসবাবপত্র এবং নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাজিম মোল্লা বলেন, “লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের এক সমর্থককে মারধরের প্রতিবাদেই সামান্য হামলা হয়েছে।”

প্রধান অভিযুক্ত আলী হোসেন মোল্লাও অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, “সাগর মোল্লা ও তার স্ত্রী আমাদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়েছে। আমাদের এক সমর্থককে মারধরের কারণে আমরা ক্ষুব্ধ হয়ে হামলা করি, তবে কোনো লুটপাট হয়নি।”

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।