খাদ্য সংকটের কারণে রুমা উপজেলা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে আগাম ছুটি
মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান: খাদ্য সংকটের কারণে বান্দরবানের রুমা উপজেলা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ৩শ শিক্ষার্থীকে আগাম ছুটি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা নিজেই।
তিনি বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের অর্থায়নে একজন ঠিকাদার নিয়োগের মাধ্যমে আবাসিক বিদ্যালয়ে থাকা ছাত্র ছাত্রীদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। কিন্তু ২০২৩সাল থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ড ঠিকাদার নিয়োগ না দেয়ায় আমি নিজেই একটি দোকান থেকে বাকীতে খাদ্য সামগ্রী সংগ্রহ করে বিতরন করে আসছিলাম। এসবের জন্য আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে টাকা পরিশোধ করলেও এবার ৩মাস পেরিয়ে যাবার পরও টাকা পরিশোধ করছে না। ফলে খাদ্য সরবরাহকারী দোকানদার আর খাদ্য বাকীতে দিচ্ছেনা। ফলে নিরুপায় হয়ে দুর্গাপূজার সপ্তাহ খানেক আগেই আজ শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়টির ১৩০জন ছাত্র ও ১৭০জন ছাত্রীকে আগাম ছুটি দিতে বাধ্য হয়েছি। তিনি বলেন, আশা করছি দূর্গাপূজার মধ্যেই সকল সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে রুমার খাদ্য সরবরাহকারী ক্যাহ্লাচিং মারমা বলেন, আমি ২০২৩সাল থেকে নিয়মিত বাকীতে খাদ্য সরবরাহ করে আসছি। কিন্তু এবার প্রায় সাড়ে ১৬লক্ষ টাকা পর্যন্ত বাকী দিয়েছি। কিন্তু এখনো এ টাকা পরিশোধের কোন আশা দেখছিনা। এত টাকা বাকী দেবার পর আমার ব্যবসা প্রতিষ্টান বন্ধ হবার পথে। তাই আমি আর বাকী দিতে পারছিনা।
এ বিষয়ে জানতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের উপ পরিচালক মংছেনলাইন রাখাইনকে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ করেন নি।

