টংকাবতীতে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত
মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান : বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৭সেপ্টেম্বর) সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এ ক্যাম্পে প্রধান অথিতি ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: লেনিন তালুকদার।
আয়োজকরা জানায়, ক্যম্পে মোট ৭ জনকে ইমপ্ল্যান্ট সেবা প্রদান করা হয়। দীর্ঘদিন পর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে পরিচালিত এই ক্যাম্পে অন্যান্য সেবার মধ্যে ৫ জন গর্ভবতী মা কে এএনসি সেবা এবং ৮ জন কে সাধারণ রোগী সেবা প্রদান করা হয়। কেন্দ্রে নিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শীকা এএনসি এবং সাধারণ রোগীর সেবা প্রদান করেন।
এছাড়াও সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রাশেদ নিজাম, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা শাহানারা বেগমসহ গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রাশেদ নিজাম জানান, দীর্ঘদিন যাবত পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টে ঔষধ সরবরাহ না থাকায় জেলা সিভিল সার্জন এর নিকট থেকে ঔষধ সংগ্রহ করে এবং পরে তা সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করেন।

