ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ফুটবল খেলায় বিজয়ী হয়েছেন শুখান পুখুরী ইউনিয়ন।
মোঃ ফাহিম হোসাইন, ঠাকুরগাঁ: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কুমারপুর স্পোর্টিং ক্লাব ও একতা যুব ক্লাব বড়বালিয়া এর পরিচালনায় ২ দিন ব্যাপী ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর স্কুল মাঠে ২ দিন ব্যাপী আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
এর আগে বিকেলে ফাইনাল খেলায় শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ ও ঠাকুরগাঁও সম্য ক্রিয়া সাংস্কৃতিক গোষ্ঠী দুটি দল অংশ নেয়। খেলায় ২-০ গোলে ঠাকুরগাঁও সম্য ক্রিয়া সাংস্কৃতিক গোষ্ঠী হারিয়ে জয়ী হয় শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস আলী, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, কুমারপুর স্পোর্টিং ক্লাব সভাপতি রইসুল ইসলাম, একতা যুব ক্লাব বড়বালিয়া সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ১৮ নং সুখান পুখুরী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মানিক সরকার, ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ মোল্লা,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ধনবীর পাল, ৪/৫/৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হালিমা বেগম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

