ঢাকাবুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

ফাইনাল খেলার মাধ‌মে শেষ হ‌লো বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফাইনাল খেলার মাধ‌মে শেষ হ‌লো বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল

সিএইচ‌টি গ্লোবাল নিউজ প্রতি‌বেদক: পার্বত্য চট্টগ্রামের বান্দরবান অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে অনুষ্ঠিত হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা।

শ‌নিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সা‌ড়ে ৩ টায় বান্দরবান জেলা ষ্টে‌ডিয়া‌মে এ ফুটবল ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ২-১ গো‌লে পরা‌জিত ক‌রে আলীকদম উপজেলা শি‌রোপা ছি‌নি‌য়ে নেয়।

খেলায় বির‌তির ফাঁ‌কে স‌ম্প্রিতির নৃত‌্য আর আনন্দঘন পরিবেশ ফুটবল উৎসবকে করেছে আরও প্রাণবন্ত।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জোন কমান্ডার লে: কর্নেল এস এম মাহমুদুল হাসান, পিএসসি, এবং নবাগত জোন কমান্ডার বান্দরবান জোন লে: কর্নেল হুমায়ূন রশিদ পিএস‌সি, এছাড়াও সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠা‌নে বক্তারা বলেন—
“সেনাবাহিনী সবসময় তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং পার্বত্য চট্টগ্রামের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনার শিক্ষা দেয়। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, যাঁরা ভবিষ্যতে দেশের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারবেন। সেনাবাহিনী শুধু অভিযান, শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ব পালনে নয়, বরং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশেও নিরলসভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।