হাফেজ ঘোনা রাব্বানিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
নিউজ ডেস্ক: বান্দরবানের হাফেজ ঘোনা রাব্বানিয়া মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন, সুধী ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ ঘোনা রাব্বানিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ইসলামিয়া সিনিয়র সাদ্রাসার আরবি প্রভাষক মুহাম্মদ বদিউল আলম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুজিবুল হক, মডেল একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, রাব্বানিয়া মাদ্রাসার পরিচালক ও সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইউনুছ, সাবেক পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও ব্যবসায়ী মাঈনুদ্দীন রবিন, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আলমগীর চৌধুরী সুমনসহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মানুষ অনেকটা সচেতন হয়েছে। এখন প্রায় অভিভাবক তাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করাচ্ছে।
আল্লাহ চাইলে এই মাদ্রাসা থেকেও মিজানুর রহমান আজহারীর মত আলেম তৈরী হবে ইনশাআল্লাহ।

